প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত ইনকাম করুন
বর্তমান সময়ে অনলাইনে আয় করা অনেক সহজ । বাংলাদেশে হাজারো মানুষ প্রতিদিন অনলাইনে ছোট ছোট কাজ করে সপ্তাহে ২০০০–৪০০০ টাকা পর্যন্ত আয় করে। তুমি যদি একদম নতুন হও। তবুও নিচের ১০ টি উপায়ের যেকোনোটি দিয়ে খুব সহজেই সাপ্তাহিক ইনকাম তৈরি করতে পারবে।
এখানে প্রতিটি উপায়ই খুব সহজ, নিরাপদ এবং মোবাইল দিয়ে করা যায়। শুধু নিয়মিত হতে হবে, তাহলেই সহজেই আয় করা সম্ভব হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সুরু করা যাক।
পেজ সূচিপত্র :প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত ইনকাম করুন ?
- ভিডিও দেখে সপ্তাহে ৩০০০ থেকে ৪০০০ টাকা ইনকাম
- ইউটিউব শর্টস বা ফেসবুক রিল আপলোড করে আয়
- ব্যাকগ্রাউন্ড রিমুভ/ছোট ডিজাইনের ফ্রিল্যান্স কাজ
- ফেসবুকে পেজ বুস্টিং করে ইনকাম করা যায়
- ক্যানভা দিয়ে ভিডিও বা ডিজাইন বিক্রি
- ডাটা এন্ট্রি ও টাইপিং কাজ করে ইনকাম
- মোবাইল দিয়ে ছবি বা ফটোগ্রাফি করে ইনকাম
- ব্যবসায়ীদের ম্যাসেজিং ও মার্কেটিং সার্ভিস দিয়ে ইনকাম
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
- আর্টিকেল/ব্লগ লেখে ইনকাম
1. ভিডিও দেখে সপ্তাহে ৩০০০ থেকে ৪০০০ টাকা ইনকাম
বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে শুধু ভিডিও দেখার মাধ্যমে কয়েন বা টাকা দেওয়া হয়। সেই টাকা গুলো বিকাশ/নগদে ক্যাশ আউট করা যায়। দৈনিক ১ মিনিমাম ঘণ্টা ভিডিও দেখলে সহজেই ৫০০ টাকা আয় হয়। পুরো সপ্তাহে ৩৫০০ থেকে ৪০০০ টাকা ইনকাম হয়ে যায়।
কাজটা খুবই সহজ—শুধু ভিডিও দেখবেন আর বাকি সব সিস্টেম নিজে থেকেই আয় জমা করবে।এই ধরনের কাজ নতুনদের জন্য একদম পারফেক্ট এবং সহজেই সকলে এই কাজ করতে পারবে । শুধু কাজ করার জন্য সময় দিতে হবে।
2.ইউটিউব শর্টস বা ফেসবুক রিল আপলোড করে আয়
এখন সবচেয়ে সহজ ইনকাম সোর্স হলো শর্ট ভিডিও। ইউটিউব, ফেসবুক—সব জায়গায়ই আজকাল শর্ট ভিডিওর ক্রেজ অনেক বেশি। শর্ট ভিডিও দেখতে মানুষ পছন্দ করে । এর কাজটির মাধ্যমে খুব সহজেই ইনকাম কর যাবে । কয়েকদিন ইনকাম না হলেই হাল ছাড়া যাবে না।
তুমি প্রতিদিন মাত্র ১–২টা শর্ট ভিডিও আপলোড করলেও দ্রুত ভিউ আসবে। কিছু ভিডিও ভাইরাল হলে সপ্তাহেই টাকা ইনকাম হতে পারে। পেজ মানিটাইজড হলে ৪০০০ টাকা কেন তার অনেক বেশি ইনকাম সম্ভব। তুমি শুধু রিল তৈরি করবে শুধু টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে।
3.ব্যাকগ্রাউন্ড রিমুভ/ছোট ডিজাইনের ফ্রিল্যান্স কাজ
ফ্রিল্যান্সিং মানে বড় কাজ করতে হবে এটা ভুল ধারণা। ছোট ছোট কাজ করেও ফ্রিল্যান্সিং করা যায়। এটা করার জন্য আমাদের কিছু কিছু স্কিল জেনে থাকা প্রয়োজন। আমরা ছোট ছোট কাজ করে বড় ধরনের ইনকাম করতে পারব। উল্লেখযোগ্য কয়েকটি কাজ ,
১.ব্যাকগ্রাউন্ড রিমুভ
২.সিম্পল লোগো বানানো
৩.বিজনেস কার্ড
৪.থাম্বনেল
এই সকল কাজ করতে ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নাই। এগুলো মোবাইল দ্বারা করা যাই ।এ জন্য খুব সহজেই ডিজাইনের মাধ্যমে টাকা পেমেন্ট পাওয়া যায়। সপ্তাহে ১০টা কাজ পেলেই ৩০০০–৪০০০ টাকা ইনকাম হতে পারে।
আরও পড়ুন :প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন
4.ফেসবুকে পেজ বুস্টিং করে ইনকাম করা যায়
অনেকে তাদের ব্যবসার পোস্ট বা ভিডিও বুস্ট করাতে পারে না। তুমি তাদের পেজ বুস্ট করে দিতে পারো এবং কমিশন নিতে পারো । এতে তাদের পণ্য বিক্রি হবে এবং তোমার ইনকাম ও হবে। তুমি চাইলে তাদের পণ্য বিক্রি আলাদা ভাবে করে ইনকাম করতে পার।
প্রতি বুস্ট সার্ভিসে আপনি ৪০০–৫০০ টাকা লাভ করে নিতে পারো ।সপ্তাহে মাত্র ৫–৬টা বুস্ট করালেও ৩০০০+ ইনকাম।
5.ক্যানভা দিয়ে ভিডিও বা ডিজাইন বিক্রি
ক্যানভাতে সুন্দর টেমপ্লেট বানিয়ে ফেসবুক গ্রুপে বিক্রি করা যাই। এখন বিভিন্ন ধরনের অ্যাপ আছে যা দ্বারা সুন্দর করে ভিডিও বা ছবি এডিট করা যাই। বর্তমানে ভিডিও বা ছবি এডিটর এর চাহিদা অনেক।তাই আখান থেকে আমরা খুবই ভাল মান এর ইনকাম করতে পারব। উল্লেখযোগ্য কয়েকটি কাজ,
১.পোস্টার
২.স্কুল/কোচিং কভার
৩.ব্যবসার বিজ্ঞাপন
৪.ইউটিউব থাম্বনেইল
প্রতিদিন যদি ৫ বা ৬ টা কাজ হয় তাহলে দৈনিক ইনকাম ৫০০ বা ৬০০ টাকা । সপ্তাহে ৩৫০০ বা ৪০০০ টাকা অনায়াসে ইনকাম করা যাবে। যদি কাজটি ঠিকমতো এবং নিয়মিত করা যাই।
6.ডাটা এন্ট্রি ও টাইপিং কাজ করে ইনকাম
অনেকে আছে জারা দোকানে পিডিএফ আকারে বিভিন্ন ক্লাসের নোট বিক্রি করে থাকে। অনেক বড় বড় কম্পানিরাও ডেটা ইনপুট আর জন্য লক নেই। অনেক ফেসবুক গ্রুপে পিডিএফ থেকে ওয়ার্ড টাইপিং, এক্সেল ডাটা ইনপুটের কাজ থাকে।
এগুলো খুব সহজ কাজ শুধু হালকা পাতলা টাইপিং জানা থাকলেই সহজেই তুমি ল্যাপটপ দিয়ে এই কাজ করে ইনকাম করতে পারবে। একেকটি কাজের জন্য ১০০–৩০০ টাকা পর্যন্ত দেয়। সপ্তাহে ১০টা কাজ করলে ১০০০–৩০০০ টাকা আয়। সম্ভব।
আরও পড়ুন :Online Earing করার সেরা ৫ টি উপায়
7.মোবাইল দিয়ে ছবি বা ফটোগ্রাফি করে ইনকাম
8.ব্যবসায়ীদের ম্যাসেজিং ও মার্কেটিং সার্ভিস দিয়ে ইনকাম
অনেক ব্যবসায়ী বা দোকানদার আছে যারা তাদের অফার বা প্রোডাক্টের আপডেট গ্রাহকদের পাঠাতে চায় কিন্তু তা দেওয়ার সময় পায় না। এজন্য অনেক প্রতিষ্ঠান মার্কেটিং সার্ভিসের জন্য লোক নেই। তুমি যদি নেট ইউজার হয় তাইলে তোমার জন্য বড় সুযোগ ভাল ইনকাম করার।
এখানে বেশি কিছু না শুধু বিভিন্ন সামাজিক সাইট থেকে মেসেজ আসবে তার উত্তর দিতে হবে। গ্রাহক দের সাথে ভালো ব্যবহার করতে হবে ।তাদের কে সব কিছু খুলে বলে বুজাইতে হবে জাতে তারা তোমার প্রোডাক্টের উপর আগ্রহী হয়।তাহলে আখান থেকে ভাল একটা ইনকাম করা যাবে।
9. অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
অনেকেই মনে করে অ্যাফিলিয়েট মানে অনেক ভিউ দরকার এটা ভুল। এটাতে শুধু মাত্র তোমার দ্বারা যদি কেউ কোন পণ্য বা কোন সেবা নিয়ে থাকে তাহলে তুমি সেখান থেকে কমিসন পাবে। এই কাজটিতে জত বেশি সময় দিবা ততো ইনকাম হবে। এই কাজটি সব সামাজিক সাইট এ করা যাবে।
আপনি নিজের ফেসবুক আইডি/গ্রুপে শুধু লিংক শেয়ার করলেও সেল হলে কমিশন পাবেন। এখান থেকে ইনকাম করা খুবই সহজ। কিন্তু কাজ করলে সময় দিতে হবে একদিন ইনকাম হল না ,তার পরের দিন থেকে ইঙ্কাম হবে ।কোন কাজ এই হাল ছাড়া যাবে না।
10. আর্টিকেল/ব্লগ লেখে ইনকাম
বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে যারা আর্টিকেল লেখায় টাকা দেয়। বিশেষ করে টেক, হেলথ, গেমিং, নিউজ এই ধরনের আর্টিকেল বেশি চাহিদা। অনেকে আর্টিকেল লেখতে পারে না বা তার লেখার মত ধৈর্য নাই তারাই মানুষ কে দিয়া আর্টিকেল লেখে নেই এবং তা তার নিজস্ব সাইট পাবলিশ করে।
তুমি তমার মন মত টপিক নিয়া আর্টিকেল লেখতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে যেই বিসয় বিষয় এ আর্টিকেল লেখবে সেটা জেন মানুস সার্চ করে । নাহলে আর্টিকেল লেখে কোন লাভ নাই। একটু মনোযোগ দিলেই আর্টিকেল লেখা কন বিসয় না। আরও একটা কথা লেখা যাতে কপিরাইট না হয়।
সুধু আরতিকেল লেখেই আমরা খুল ভাল আক্তা ইনকাম করতে পারব । এই ব্লগিং থেকে যা ৩০০০ থেকে ৪০০০ টাকা মত প্রতি সপ্তাহে।এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো একটা কাজ না করলে অন্য কাজ দিয়ে কমপ্লিট করা যায়।
আরও পড়ুন :ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম শুরু আজই ,,?
শেষ কথা
এগুলো সব , সহজ, নতুনদের জন্য পারফেক্ট উপায়। মোবাইল আছে → ইন্টারনেট আছে → আয় শুরু করতে পারবেন আজকে থেকেই সুধু চেষটা করতে হবে সব সময় কখন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস হারান যাবে না। টেকনিক হলো—একটি কাজের ওপর না বসে ২–৩টা কাজ একসাথে করা। এতে করে ইনকাম নিশ্চিত হয়।
আমার মতামতে তুমি যদি অল্প সময়ে ইনকাম করতে চাও তাহলে অ্যাফিলেট মার্কেটিং বা ভিডিও দেখে ইনকাম করতে পার। এই ১০টি কাজ এর মধ্যে এই দুই তা থেকে সহজেই তুমি ইনকাম করতে পারবে।এটাতে টাকা হারানোর ঝুকি কম থাকে এবং ইনকাম হয় বেসি।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url