প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায় বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করা অনেক সহজ , বিশেষ করে যদি হাতে শুধু একটি মোবাইল আর ইন্টারনেট থাকে। অনলাইনে বড় আয়ের স্বপ্ন দেখার আগে ছোট ছোট কাজ দিয়ে শুরু করা দরকার। দিনের শেষে ৩০০–৪০০ টাকা ইনকামকে আমরা অসম্ভব ভাবি । আজকে আপনাদের সাথে এমন ১০ টি কাজ দেখাব যা দ্বারা আপনারা সহজেই অনলাইন থেকে আয় করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করব তা জেনে নেই ।
সূচিপত্র-প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায়
- অ্যাড দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম
- সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট
- ক্যানভা দিয়ে ডিজাইন করা
- ছোট ভিডিও এডিটিং
- ডেটা এন্ট্রি বা টাইপিং কাজ
- অনলাইন রিচার্জ ও বিল পেমেন্ট সার্ভিস
- রিসেলিং (Stock না রেখে বিক্রি করা)
- নোট/হ্যান্ডআউট বিক্রি করা
- অনলাইন ক্লাস নেওয়া বা স্কিল শেখানো
- ফটো এডিটিং ও বিজনেস পোস্ট তৈরি
- আমার মতামত
১.অ্যাড দেখে প্রতিদিন ৩০০ থেকে৪০০ টাকা আয় করার উপায়
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায় অনলাইন এ এখন অনেক ওয়েবসাইট আছে । যেখানে অ্যাড দেখে সুধুমাত্র ৩০০ থেকে ৪০০ টাকা অনায়াসে প্রতিদিন ইনকাম করা যাই । এখানে প্রতিদিন অনেক অ্যাড দেখা যাবে । এজন্য অ্যাড দেখে ইনকাম করা ছাএ দের জন্য এটা ভাল একটা কাজ হবে।
প্রতিদিন ১–২ ঘণ্টা সময় দিলে ৩০০–৫০০ টাকা পর্যন্ত করা যায়। বিশেষ করে শিক্ষার্থী ও নতুনদের জন্য এটি আদর্শ। যেহেতু পেমেন্ট ছোট ছোট ভাগে আসে, তাই যে কেউ খুব দ্রুত তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে।
২.সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে অন্যর পেজ পরিচালনা করা
এখন প্রায় সব ব্যবসারই ফেসবুক পেজ আছে। কিন্তু অনেকেই নিয়মিত পেজ চালাতে পারে না। তারা অন্য কাউকে দিয়ে পেজ পরিচালনা করে। তাই তাদের পেজ পরিচালনা করে ভাল ইনকাম করা যাবে।
১/ নিয়মিত পোস্ট করা
২/ ইনবক্স রিপ্লাই দেওয়া
৩/ মন্তব্য পরিচালনা করা
৪/ কভার/প্রোফাইল ছবি আপডেট
৫/ অফার পোস্ট করা
যাদের দৈনন্দিন ফেসবুক ব্যবহার করার অভ্যাস আছে, তারাই সহজেই করতে পারে। প্রতি পেজে দৈনিক ২০০–৩০০ টাকা পাওয়া গেলে ২টা পেজ ম্যানেজ করলেই প্রতিদিন ৪০০–৬০০ টাকা আয় করা সম্ভব।
৩. ক্যানভা দিয়ে ডিজাইন কর
ক্যানভা এত সহজ টুল যে নতুনরা ২ দিনের মধ্যেই সুন্দর ডিজাইন বানাতে পারবে । ক্যানভা দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইন করে যারা কোন পেজ বা চ্যানেল চালাই তাদের দিলে তারা নিয়ে নিবে কিছু টাকার বিনিময়ে।
১.ফেসবুক পোস্ট
২.ব্যানার
৩.মেনু কার্ড
৪.থাম্বনেইল
৫.বিজনেস কার্ড
প্রতিটি ডিজাইনের জন্য ২০০–৫০০ টাকা চার্জ করা যায়। দিনে ২টা ডিজাইন করলেও ৩০০–৪০০ টাকা সহজেই হবে। ক্যানভা মোবাইল দিয়ে চালানো যায়, তাই ল্যাপটপ বা বড় সেটআপের দরকার নেই।
৪. ছোট ভিডিও এডিটিং করা
ক্যাপকাট এখন সবচেয়ে সহজ ভিডিও এডিটিং অ্যাপ। ছোট ব্যবসা, অনলাইন সেলার, ফুড রিভিউয়ার, টিকটকার সকলে এখন ছোট ভিডিও বানায়। তারা অনেকেই নিজে এডিট করতে পারে না বা সময় পায় না। এখানেই কাজ শুরু করতে পারো।
একটা ১০–১৫ সেকেন্ডের ভিডিও এডিট করতে ১৫–২০ মিনিট লাগে। প্রতি ভিডিও ১০০–৩০০ টাকা পাওয়া যায়।ক্যাপকাট এ আগে থেকে অনেক টেমপ্লেট আছে, তাই খুব দ্রুত কাজ করা যায়।
৫. ডেটা এন্ট্রি বা টাইপিং কাজ
বাংলা-ইংরেজি টাইপিং জানলে এটি সবচেয়ে সহজ ইনকাম করা। অনেক দোকান, স্কুল–কলেজ এমনকি ছোট প্রতিষ্ঠানও ফর্ম, আইটেম লিস্ট, নোট, PDF তৈরি করতে সাহায্য চায়। যাদের ব্যস্ততা বেশি, তারা বাইরে থেকে এই কাজ করায়।
ঘরে বসে, মোবাইল বা ল্যাপটপ দিয়ে করা যায়। প্রতি ফাইল বা প্রতি পৃষ্ঠার হিসেবে টাকা পাওয়া যায়। দিনে ৩০০–৪৫০ টাকা করা খুবই সহজ।
৬. অনলাইন রিচার্জ ও বিল পেমেন্ট সার্ভিস
এটি অনেকেই জানে না যে খুব ছোট পরিসরেও রিচার্জ সার্ভিস চালিয়ে প্রতিদিন ভালো ইনকাম করা যায়। তোমার কাছে যদি bKash, Nagad বা Upay থাকে, তাহলে পরিচিত মানুষদের রিচার্জ, প্যাকেজ অ্যাক্টিভেশন, বিল পরিশোধ করে অতিরিক্ত ৫–২০ টাকা সার্ভিস চার্জ নিতে পারো।
দোকানদার, ছোট ব্যবসায়ী, প্রবাসীদের পরিবার—অনেকেই এই সার্ভিস থেকে সুবিধা পায়। প্রতিদিন ২০–২৫টা রিচার্জ করলে সহজেই ৩০০ টাকার বেশি আয় হবে। কোনো বড় স্কিল লাগে না, শুধু সতর্কতা আর সময়মতো কাজ করা দরকার।
৭. রিসেলিং (Stock না রেখে বিক্রি করা)
ড্রপশিপিং বা রিসেলিং হলো এমন একটি উপায় যেখানে তুমি নিজের কাছে কোনো স্টক না রেখেই পণ্য বিক্রি করবে। এখানে কোন ধরনের ইনভেসট ছারাই ইনকাম করা যাই ।
1.যে পণ্য বিক্রি করবে তা নির্বাচন করবে
2. ছবি নিয়ে তোমার পেজে পোস্ট করবে
3. অর্ডার এলে তা ডেলিভারি ম্যান সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে
4. তুমি শুধু প্রফিট রাখবে
এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো—কোনো বিনিয়োগ লাগে না। প্রতিটি অর্ডারে ১০০০ টাকা লাভ পাওয়া যায়। দিনে ৩–৪টা অর্ডার হলে ৩০০–৪০০ টাকা সহজেই আয় হবে।
৮. নোট/হ্যান্ডআউট বিক্রি করা
অনেক শিক্ষার্থী সুন্দর করে তৈরি করা PDF নোট কিনে থাকে। যদি পরিষ্কার টাইপ করতে পারো, তাহলে নিজেই নোট তৈরি করে বিক্রি করতে পারবে। এতে কম সময়ে ভাল আয় হবে। তোমাকে বেশি কষ্ট করতে হবে না। যেমন,
১/ইংরেজি নোট
২/ICT নোট
৩/লিখিত পরীক্ষার প্রস্তুতি
৪/চাকরির প্রস্তুতি মডেল টেস্ট
শুরুতে একবার নোট বানালে পরে একই নোট বারবার বিক্রি করতে পারো—যা সম্পূর্ণ প্যাসিভ ইনকাম।
৯. অনলাইন ক্লাস নেওয়া বা স্কিল শেখানো
যদি তুমি কোনো সাধারণ স্কিল জেনে থাকো ।যেমন English Basic, Canva, CapCut, Math, MS Word/Excel তাহলে অনলাইন গ্রুপ ক্লাস নিতে পারো। এতে তোমার স্কিল গুলো আরও ভাল হবে পাশাপাশি ইনকাম ও হবে।
৫০–১০০ টাকায় ৩০–৪০ মিনিটের ক্লাস করানো যাই।
৫–৬ জন স্টুডেন্ট পেলেই দিনে ৩০০–৪০০ টাকা আয় হয়ে যায়।
একই সময়ে অনেককে শেখানো যায়, তাই ইনকাম বেশি হয়। তোমার স্কিল টাও ভাল হবে ।
১০. ফটো এডিটিং ও বিজনেস পোস্ট তৈরি
ছবি এডিটিং এখন খুব চাহিদাসম্পন্ন কাজ। দোকানদার বা অনলাইন সেলার অনেকে প্রতিদিন ২–৩টা পোস্ট দেয়, কিন্তু তারা ছবি সুন্দর করতে পারে না বলেই তাদের পণ্য গুলো কম বিক্রি হয়। তুমি যদি তাদের কে ভাল ভিডিও বা ছবি বানাই দিতে পারো । তাহলে খুব সহজে তুমি ইনকাম করতে পারবে।
১/ব্যাকগ্রাউন্ড রিমুভ
২/রঙ ঠিক করা
৩/পণ্যের পোস্ট ডিজাইন
৪/ক্যাম্পেইনের ছবি তৈরি
প্রতিটি পোস্টে ৫০–১০০ টাকা পাওয়া যায়। দিনে ৫–৬টা পোস্ট বানালেই ৩০০–৪০০ টাকা হয়ে যাবে।
অনায়াসে তুমি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবে ।
শেষ কথা-প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায়
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায় ১০টির মধ্যে যেকোনো একটি দিয়ে শুরু করলেই ইনকাম করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে বিষয় টি খেয়াল রাখতে হবে প্রতিদিন এটাকে নিয়মিত করতে হবে। যদি প্রতিদিন তুমি চেষ্টা কর তাহলে খুবই দ্রুত আয় বাড়তে থাকবে। হাল ছাড়া যাবে না কোনোমতে।
আমার মতামত
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায় আমার মতামত হল ।আমি জেই ১০ টি উপাই দিলাম তার মধ্যে সবথেকে ভাল হল ৭ নাম্বার টা । কারণ এতে অল্প কাজ করে সহজে ইনকাম করা যাই , এবং কাজ টা খুব সহজেই সকলে করতে পারে । আমি নিজে এই রিসেলিং এর কাজ করে ইনকাম করেছি।
আমার মতে রিসেলিং এর কাজ টি করলে আপনি ইনকাম করতে পারবেন অল্প সময়ে। কিন্তু হাল ছাড়া যাবে না । একদিন ওডার পাননি বলে আর কোন দিন ওডার পাবেন না নাকি। ধৈর্য ধরতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url